ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

‘কলঙ্ক’র শুটিংয়ে আহত আলিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩০, জুন ১৯, ২০১৮
‘কলঙ্ক’র শুটিংয়ে আহত আলিয়া আলিয়া ভাট

গত মার্চে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করতে গিয়ে কাঁধে ও হাতে আঘাত পেয়েছিলেন আলিয়া ভাট। এ ঘটনার তিন মাস পার হতে না হতেই পায়ে চোট পেয়ে বসলেন বলিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি ‘কলঙ্ক’ ছবির শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন ‘রাজি’খ্যাত এই তারকা। একটি দালানের সিঁড়িতে শুটিং করতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন তিনি।

আলিয়া ভাটকিন্তু আঘাতের কারণে একেবারেই বসে থাকতে নারাজ ‘ডিয়ার জিন্দেগি’খ্যাত এই অভিনেত্রী। তিনি শুটিং চালিয়ে যেতে চান বলে ছবির নির্মাতাকে জানিয়েছেন।

করণ জোহর প্রযোজিত ‘কলঙ্ক’তে আরও অভিনয় করছেন মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর ও বরুণ ধাওয়ান। ২০১৯ সালের ১৯ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।