ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

সেঞ্চুরি করলো সালমানের ‘রেস থ্রি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৭, জুন ১৮, ২০১৮
সেঞ্চুরি করলো সালমানের ‘রেস থ্রি’ ‘রেস থ্রি’ ছবির দৃশ্য

সালমান খান অভিনীত ‘রেস থ্রি’ বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারবে কিনা তা নিয়ে দ্বিধার মধ্যে ছিলেন অনেকেই। অবশেষে ১০০ কোটির ক্লাবে পৌঁছেই গেলো ছবিটি। এজন্য মাত্র তিন দিন সময় নিয়েছে ছবিটি।

‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’র পর ‘রেস থ্রি’ হচ্ছে সালমানের ৪র্থ ছবি যেটি শত কোটির ক্লাবে প্রবেশ করলো।

ঈদ উপলক্ষে গত ১৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’।

এতে সালমানের সহশিল্পী হিসেবে দেখা গেছে অনিল কাপুর, ববি দেওল, জ্যাকলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, সাকিব সেলিমসহ প্রমুখ।

‘রেস থ্রি’ ছবির দৃশ্যছবিটি প্রথম দিনে ২৯.১৭ কোটি রুপি আয় করে। ফলে অনেকে ভেবেছিলেন এটি আশানুরুপ সফলতা অর্জন করতে পারবে না। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে দ্বিতীয় দিনে ৩৮.১৭ কোটি এবং তৃতীয় দিনে ৩৯.১৬ কোটি রুপি আয় করে মাত্র তিনদিনেই ছবিটি ১০৬ কোটি টাকা আয় করে।

বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, “সেঞ্চুরি করলো ‘রেস থ্রি। ”

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।