ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

রণবীর শুধুই দীপিকার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০০, জুন ১৮, ২০১৮
রণবীর শুধুই দীপিকার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং

দীর্ঘদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। জনসম্মুখে বারবার তার প্রমাণ দিলেও প্রেমের সম্পর্কের কথা কখনও মুখে স্বীকার করে নেননি তারা।

অবশেষে রণবীরের সঙ্গে নিজের প্রেমের কথাটি স্বীকার করেই নিয়েছেন দীপিকা পাড়ুকোন।

শনিবার (১৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি সেলফি তুলে পোস্ট করেছেন রণবীর সিং।

ছবিটির নীচে দীপিকা পাড়ুকোন মন্তব্য করে লিখেছেন ‘আমার’।

সঙ্গে সঙ্গে দীপিকার এই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে নেন ভক্ত ও গণমাধ্যমকর্মীরা। মুহূর্তেই তা ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কারণ, এই একটি শব্দের মাঝেই সবাই খুঁজে পেয়েছেন এই জুটির হাজারো না-বলা কথা।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং শোনা যাচ্ছে, এ আগামী ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে রণবীর-দীপিকার চার হাত এক হতে পারে। তবে এই জুটির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি মা উজ্জ্বলা পাড়ুকোনের সঙ্গে মুম্বাইয়ের বান্দ্রার একটি গহনার দোকান থেকে বের হতে দেখা গেছে দীপিকাকে। ধারণা করা হচ্ছে, বিয়ের দিন দীপিকা কোন গহনা পরবেন, সেটি চূড়ান্ত করতে মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।