ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

গানের মডেল হলেন সিনেমার প্রযোজক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, জুন ১৭, ২০১৮
গানের মডেল হলেন সিনেমার প্রযোজক পারভেজ চৌধুরীর সঙ্গে পুষ্পিতা পপি

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেন্টাল’র প্রযোজক ছিলেন পারভেজ চৌধুরী। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছিলেন তিনি। এবার তিনি হাজির হলেন একটি মিউজিক ভিডিওর গানের মডেল হয়ে।

শনিবার (১৬ জুন) ঈদের দিন ‘শেষ অনুরোধ’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও অনলাইনে প্রকাশ পায়। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ও সুর করেছেন এহসান রাহীর।

সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

এ প্রসঙ্গে পারভেজ চৌধুরী বাংলানিউজকে বলেন, সময়-সুযোগ পেলেই আমি অভিনয় করি। ‘শেষ অনুরোধ’ গানের কথাটা আমার লেখা। যখন গানটি নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করতে গেলাম তখন পরিচালক বললেন আমাকেই মডেল হয়ে কাজ করতে। আমি আর না করতে পারলাম না।

একটি মেয়ে স্ত্রী হবার পরও অন্য একজনের সঙ্গে সম্পর্ক চালিয়ে যায় এবং তা যখন তার স্বামীর চোখে ধরা পড়ে তারপর মেয়েটির জীবনে ঘটে নানান ঘটনা। সম্পর্ক ও বিশ্বাস-অবিশ্বাসের গল্প নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও ‘শেষ অনুরোধ’।

এতে পারভেজ চৌধুরীর সঙ্গে রয়েছেন পুষ্পিতা পপি ও শাহরুখ রাসেল।

অলক হাসানের পরিচালনা এটি প্রযোজনা করেছে বাংলা এক্সপ্রেস ফিল্মস।   প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।

**‘শেষ অনুরোধ’ মিউজিক ভিডিওবাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
জেআইএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।