ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদেই মুক্তি পাচ্ছে ‘সুপার হিরো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, জুন ১৪, ২০১৮
ঈদেই মুক্তি পাচ্ছে ‘সুপার হিরো’ 'সুপার হিরো' ছবির দৃশ্যে শাকিব খান ও শবনম বুবলী

অবশেষে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলো আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো’। ঈদের ছুটির আগে সরকারি শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৪ জুন) ছবিটি আনকাট ছাড়পত্র পায়।

সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার বাংলানিউজকে বলেন, আজ সকালে ‘সুপার হিরো’র সেন্সর শো অনুষ্ঠিত হয়েছে। ছবি দেখে ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে এই ঈদেই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে আশা করছেন কলাকুশলীরা। এর আগে ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। এখনও ছাড়পত্র মেলেনি ‘সুপার হিরো’র

হার্টবিট প্রোডাকশনের ব্যানারে ‘সুপার হিরো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আরও রয়েছেন অভিনেতা তারিক আনাম খান, টাইগার রবি, সিন্ডি রোলিং প্রমুখ। অস্ট্রেলিয়ায় ‘সুপার হিরো’র শুটিং শুরু হয়ে শেষ হয় বাংলাদেশে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।