ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

আরিফের গানে ঈশানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, জুন ১২, ২০১৮
আরিফের গানে ঈশানা আরিফ ও ঈশানা

তরুণ কণ্ঠশিল্পী আরিফ হোসেনের গানে মডেল হয়েছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ঈশানা। ‘প্রথম কবিতা’ শিরোনামে এই গানটি সম্প্রতি উত্তরার একটি হাউজে নির্মিত হয়।

গানটিতে আরিফ নিজেই মডেল হয়েছেন। তার সহশিল্পী হিসেবে রয়েছেন ঈশানা।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন কাজী ইমরান হাসান।

লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাবে গানটি। এর কথা লিখেছেন আবু আরমান খায়ের ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছে স্টুডিও এক্স ক্রিয়েটিভ।

‘প্রথম কবিতা’ প্রসঙ্গে আরিফ হোসেন বলেন, ‘প্রথম প্রেম’ শিরোনামের একটি গান গাওয়ার পর শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিলাম। আশা করছি এবারও শ্রোতারা আশাহত হবেন না।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ১২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।