ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

ভাবনার মায়ের কাছে লেখা চিঠির উত্তর দেন জাহিদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৫, জুন ১০, ২০১৮
ভাবনার মায়ের কাছে লেখা চিঠির উত্তর দেন জাহিদ! জাহিদ হাসান ও আশনা হাবিব ভাবনা

মাতৃহীন মেয়ে ভাবনা সবসময় অস্বাভাবিক আচরণ করেন। প্রায়ই কাগজের প্লেন বানিয়ে আনমনে মায়ের কাছে চিঠি পাঠান তিনি। কিন্তু চিঠির জবাব না পাওয়ায় প্রচুর মন খারাপ হয় তার। একদিন তাদের বাড়িতে আগমন ঘটে জাহিদ হাসানের। তিনি ভাবনার অসুস্থতার বিষয়টি জানতে পারেন। তাই তাকে সুস্থ করতে ভাবনার মায়ের হয়ে চিঠির উত্তর জাহিদ নিজেই দিতে শুরু করেন। চিঠির জবাবে ধীরে ধীরে সুস্থ হতে থাকেন ভাবনা। এদিকে জাহিদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় তার।

ঘটনাগুলো ঘটবে নাটক ‘মেঘ পিয়নের চিঠি’তে। ঈদ উপলক্ষে বিশেষ এই নাটকটি নির্মিত হয়েছে।

পরিচালনা করছেন সোহেল রানা ইমন। এত অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে আছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

ঈদের ৪র্থ দিন রাত ৮টা ৫০ মিনিটে এসএ টিভিতে নাটকটি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুন ১০, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।