ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

যেভাবে কাটলো শিল্পার ৪৩তম জন্মদিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১১, জুন ৯, ২০১৮
যেভাবে কাটলো শিল্পার ৪৩তম জন্মদিন ছেলে ভিয়ান কুন্দ্রার সঙ্গে শিল্পা শেঠি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। কিন্তু বেশ কিছুদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন তিনি। তবে অভিনয় না করলেও বিচারকের আসনে ঠিকই পাওয়া যায় তাকে।

বর্তমানে ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত সময় কাটে শিল্পার। স্বামী রাজকুন্দ্রার সঙ্গে প্রতিদিনই ব্যবসায় সময় দিচ্ছেন তিনি।

সব মিলিয়ে মিডিয়া থেকে এখন বেশ দূরে ‘ধাড়কান’খ্যাত এই তারকা।

শনিবার (০৮ জুন) ছিলো শিল্পার ৪৩তম জন্মদিন। স্বামী রাজকুন্দ্রা, ছেলে ভিয়ান কুন্দ্রা, বোন শামিতা শেঠি ও মা সুনন্দাকে নিয়েই বিশেষ দিনটি উদযাপন করেছেন শিল্পা।

স্বামী সন্তানের সঙ্গে শিল্পা শেঠিএদিকে, মায়ের জন্মদিনে কেক, হাতে তৈরি কার্ড ও ফুলের তোড়া উপহার দিয়ে চমকে দিয়েছে ভিয়ান কুন্দ্রা।

জন্মদিনে ছেলে ও স্বামীকে নিয়ে কাটানো বেশ কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিল্পা। যা রীতিমতো ভাইরাল।     

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।