ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

সালমান খানের ডাবল ধামাকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, জুন ৬, ২০১৮
সালমান খানের ডাবল ধামাকা সালমান খান

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ছবিটি।

‘রেস থ্রি’র মুক্তির পর আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবির শুটিং শুরু করবেন সালমান খান। এরপর ‘দাবাং থ্রি’ ছবিটির কাজ হাতে নেওয়ার কথা ছিলো সালমানের।

কিন্তু একটি নয়, ডাবল ধামাকা করতে চাইছেন সালমান খান। তাইতো ‘ভারত’ ও ‘দাবাং থ্রি’ ছবির দুটির কাজ একসঙ্গে করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের এই অভিনেতা। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

সালমান খানএরইমধ্যে ‘ভারত’ ছবির শুটিং শুরু করে দিয়েছেন সালমান। খুব শিগগিরই ‘দাবং থ্রি’র শুটিং শুরু করবেন।

‘রেস থ্রি’তে প্রধান চরিত্রে রয়েছেন সালমান খান। তার বিপরীতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে। এছাড়া আরও রয়েছে, অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিম প্রমুখ।     

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।