ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

বক্সার হয়ে আসছেন শহিদ কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৫, জুন ৫, ২০১৮
বক্সার হয়ে আসছেন শহিদ কাপুর শহিদ কাপুর

বর্তমানে ব্যস্ত শিডিউল পার করছেন বলিউড সুপারস্টার শহিদ কাপুর। যার কারণে পারিবারিক অনেক কাজ থেকে নিজেকে বিরত রাখতে বাধ্য হচ্ছেন তিনি।

এরইমধ্যে শহিদের নতুন চলচ্চিত্রের খবর পাওয়া গেছে। রাজা কৃষ্ণ মেনন পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয় করবেন ‘পদ্মাবত’খ্যাত এই অভিনেতা।

এতে একজন বক্সারের চরিত্রে দেখা যাবে তাকে। নাম ঠিক না হওয়া চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে।

তবে এই চলচ্চিত্রে শহিদ কাপুরের সঙ্গে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। নির্মাতা এই বিষয়ে গোপনীয়তা রক্ষা করছেন।

শহিদের প্রসঙ্গে রাজা জানিয়েছেন, চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য শহিদকে কমপক্ষে তিন মাসের প্রশিক্ষণ নিতে হবে। যেখানে শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি নাচের উপরেও তাকে তালিম দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ৫, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।