ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

বেটিংয়ের কারণেই ভেঙেছে আরবাজ-মালাইকার সংসার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, জুন ৩, ২০১৮
বেটিংয়ের কারণেই ভেঙেছে আরবাজ-মালাইকার সংসার! আরবাজ খান ও মালাইকা অরোরা

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো আইপিএল বেটিংয়ে (জুয়া) যুক্ত রয়েছেন আরবাজ খান। শনিবার (০২ জুন) বলিউডের এই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলে বেটিংয়ে (জুয়া) যুক্ত থাকার কথা নিজ মুখে স্বীকার করে নেন তিনি।

শোনা যাচ্ছে- এই জুয়ার কারণেই নাকি ভেঙে গেছে আরবাজ-মালাইকার ১৮ বছরের সংসার।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আরবাজ খানের আইপিএল বেটিংয়ে যুক্ত থাকার কথা অনেক আগে থেকেই জানতেন তার প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা।

এমনকি স্বামীকে এই অভ্যাস থেকে ফেরানোর অনেক চেষ্টাও করেছেন তিনি। কিন্তু যখন সেটি সম্ভব হয়নি ঠিক তখনই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বলিউডের এই অভিনেত্রী।  

মালাইকা অরোরা ও আরবাজ খান১৯৯৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ খান ও মালাইকা অরোরা। পরে ২০১৬ সালে এক যৌথ বিবৃতির মধ্য দিয়ে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন তারা। আরহান খান নামে প্রাক্তন এই দম্পতির একটি ছেলেও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।