ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

হাসপাতালে বিপাশা বসু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৭, জুন ৩, ২০১৮
হাসপাতালে বিপাশা বসু বিপাশা বসু

শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার কারণে কয়েকদিন ধরেই হাসপাতালে যাতায়াত করছিলেন বিপাশা বসু। কিন্তু সমস্যাটি বেশি বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের এই অভিনেত্রীকে।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ‍মুম্বাইয়ে হিন্দুজা হেলথকেয়ারে ভর্তি রয়েছেন বিপাশা। সেখানেই পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসা শুরু হয়েছে।

চিকিৎসক কিঞ্জল মোদীর  তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন ‘অ্যালন’খ্যাত এই তারকা।

স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বিপাশা বসুএদিকে, দীর্ঘদিন রূপালি পর্দার আড়ালে থাকার পর ‘আদাত’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বিপাশা। এতে তার বিপরীতে অভিনয় করবেন তার স্বামী করণ সিং গ্রোভার। ২০১৫ সালে সর্বশেষ ‘অ্যালন’-এ জুটি বেঁধেছিলেন তারা।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ০৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।