ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

কে এই নতুন গোবিন্দ? (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, জুন ২, ২০১৮
কে এই নতুন গোবিন্দ? (ভিডিও) সঞ্জীব শ্রীবাস্তব

১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘খুদগারজ’ ছবির ‘আপকে আজানে সে’ গানটির কথা মনে আছে নিশ্চয়ই? গানের তালে বলিউড অভিনেতা গোবিন্দ যেভাবে নেচেছিলেন তা আজও দোলা দেয় সকলের মনে।

সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে সেই গানের তালে হুবুহু নেচে জনপ্রিয় হয়ে গিয়েছেন সঞ্জীব শ্রীবাস্তব নামে এক ব্যক্তি।  

ইতিমধ্যে তার নাচের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার শেয়ার করা হয়েছে ভিডিওটি।

সঞ্জীব শ্রীবাস্তবসঞ্জীব শ্রীবাস্তব মধ্যপ্রদেশের বিদিশার একটি কলেজের প্রফেসর। কলেজে শিক্ষকতার পাশাপাশি তিনি নাচতেও ভালবাসেন। পাশাপাশি, তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে ‘ডাব্বু সঞ্জীব’ নামে।

আপাতত ভাইরাল ভিডিওটির সৌজন্যে সঞ্জীব শ্রীবাস্তব এখন ‘নতুন গোবিন্দ’ বনে গিয়েছেন।

** ‘আপকে আজানে সে’ গানে সঞ্জীব শ্রীবাস্তবের নাচের ভিডিও

** ‘আপকে আজানে সে’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।