ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

প্রকাশ পেলো আসিফ-কর্ণিয়ার ‘একবার ছুঁয়ে যা হৃদয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, জুন ১, ২০১৮
প্রকাশ পেলো আসিফ-কর্ণিয়ার ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ আসিফ ও কর্ণিয়া

একের পর এক নতুন গান প্রকাশ করে বেশ সাড়া পাচ্ছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। ঈদকে সামনে এবার তার নতুন আরেকটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে।

‘একবার ছুঁয়ে যা হৃদয়’ শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া। গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন।

সুর করেছেন নাজির মাহমুদ ও সঙ্গীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির।
** ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ গানের ভিডিও
আসিফের সঙ্গে ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ ভিডিওতে কর্ণিয়া নিজেও পারফর্ম করেছেন।

আসিফ-কর্ণিয়া এর আগেও একটি দ্বৈত গানে কণ্ঠ মিলিয়েছেন। ‘কি করে তোকে বোঝাই’ শিরোনামের গানটি প্রকাশের পর শ্রোতাপ্রিয়তা পেয়েছিলো।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুন ০১, ২০১৮
জেআইএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।