ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

‘এক ভিলেন টু’ নিয়ে হাজির হবেন সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, জুন ১, ২০১৮
‘এক ভিলেন টু’ নিয়ে হাজির হবেন সিদ্ধার্থ সিদ্ধার্থ মালহোত্রার

বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার ক্যারিয়ারের অন্যতম হিট ছবি ‘এক ভিলেন’। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি শত কোটি রুপির বেশি আয় করেছিলো। ওই বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবির একটি ছিলো এটি।

নতুন খবর হচ্ছে ‘এক ভিলেন’র দ্বিতীয় কিস্তি নির্মিত হতে যাচ্ছে। আর এতেও অভিনয় করতে যাচ্ছেন সিদ্ধার্থ।

‘এক ভিলেন’র মতো ‘এক ভিলেন টু’ও পরিচালনা করবেন মোহিত সুরি। যদিও এর আগে তিনি নতুন কিস্তি নির্মাণের খবর অস্বীকার করেছিলেন। তবে সম্প্রতি প্রযোজক একতা কাপুর তাকে ছবিটিতে চুক্তিবদ্ধ করেছেন। এরইমধ্যে ছবিটির স্ক্রিপ্টিংয়ের কাজ শুরু করেছেন তুষার হিরানান্দানি।

মিড ডে’র একটি সূত্র জানায়, পরিচালক সুরি এরইমধ্যে ছবিটির অভিনেতা-অভিনেত্রী চূড়ান্ত করার কাজ শুরু করে দিয়েছেন। তিনি ছবিটিতে সিদ্ধার্থ মালহোত্রার অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পুরো স্ক্রিপ্ট শেষ না হওয়ার বাকি চরিত্র এখনও ঠিক করতে পারেননি।

আরও জানা গেছে, যেহেতু ‘এক ভিলেন’ ছবিতে শ্রদ্ধা কাপুর ও রিতেশ দেশমুখ অভিনীত চরিত্রে দু’টির মৃত্যু ঘটেছে। তাই সিক্যুয়ালে তাদের অভিনয় করার সম্ভাবনা নাই।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ০১, ২০১৮
জেআইএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।