ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

ভাইয়ের প্রেমিকার জন্য ঋদ্ধিমার উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২০, জুন ১, ২০১৮
ভাইয়ের প্রেমিকার জন্য ঋদ্ধিমার উপহার ঋদ্ধিমা কাপুর, রণবীর কাপুর ও আলিয়া ভাট

বেশ কিছুদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। কিন্তু এখনও পর্যন্ত এর আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়ার সঙ্গে প্রেম নিয়ে রণবীরকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘এটি একেবারে নতুন এবং এ বিষয়ে আমি এর বেশি কিছু বলতে চাচ্ছি না। এটি নিয়ে আরেকটু ভাবনা-চিন্তার সময় প্রয়োজন।

রণবীরের এমন মন্তব্যের পর সবাই ধরে নিয়েছেন তারা সত্যি সত্যি প্রেম করছেন।

এদিকে, রণবীরের এমন মন্তব্যের পরই আলিয়ার জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর। ভাইয়ের প্রেমিকাকে একটি হীরার ব্রেসলেট উপহার দিয়েছেন তিনি।

প্রেমিকের বোনের দেওয়া ব্রেসলেটের একটি ছবি তুলে সেটি ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন আলিয়া ভাট।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রণবীর-আলিয়া। এছাড়া রাজকুমার হিরানী পরিচালিত ‘সঞ্জু’ ছবির কাজও করছেন রণবীর। আগামী ২৯ জুন মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ০১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।