ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে একসঙ্গে দেখা দেবেন সালমান-শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৪, জুন ১, ২০১৮
ঈদে একসঙ্গে দেখা দেবেন সালমান-শাহরুখ সালমান খান ও শাহরুখ খান

এ বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘রেস থ্রি’। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ছবটি।

এরইমধ্যে শোনা যাচ্ছে- এবার ঈদে নাকি একসঙ্গে দেখা দেবেন সালমান-শাহরুখ। কিন্তু কিভাবে? কারণ ‘রেস থ্রি’তে কোনো ক্যামিও চরিত্রে অভিনয় করেননি শাহরুখ খান।

তাহলে এবার ঈদে কিভাবে একসঙ্গে দেখা সম্ভব তাদের?

জানা গেছে- শাহরুখ খান অভিনীত ‘জিরো’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর ছবির সেই টিজারটি ইউটিউবে প্রকাশ করা হবে ঈদের ছুটিতে। আর এই সুবাদেই বলিউডের এই দুই সুপারস্টার একসঙ্গে দেখা দেবেন ঈদে।

আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’তে শাহরুখ খানের সহশিল্পী হিসেবে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

সালমান খান ছাড়াও ‘জিরো’তে ক্যামিও চরিত্রে আরও দেখা যাবে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী, কাজল, রানী মুখার্জিকে। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ০১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।