ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

মেয়ের সঙ্গে ছবি তুলে বিতর্কিত আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৯, জুন ১, ২০১৮
মেয়ের সঙ্গে ছবি তুলে বিতর্কিত আমির বাবা আমির খানের সঙ্গে ইরা খান

‘কায়ামাত সে কায়ামাত তাক’ ছবির পরিচালক মনসুরের ৬০তম জন্মদিন উদযাপনের জন্য পরিবার নিয়ে কোনার গিয়েছিলেন আমির খান। তাদের সঙ্গে আরও ছিলেন আমিরের প্রথম ঘরের সন্তান মেয়ে ইরা খান।

ছুটি কাটাতে গিয়ে সবাই অনেক আনন্দ করেছেন। বাবাকে কাছে পেয়ে একটু বেশি খুশি ছিলেন ইরাও।

বাবার সঙ্গে মজা করে তুলেছেন অনেক ছবি। আর সেখানেই ঘটে গেলো বিপত্তি।

ফেসবুকে মেয়ের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন আমির খান। যেখানে দেখা যাচ্ছে- বাবা আমিরের উপর বসে আছেন ইরা খান। আর এতেই সমালোচনার মুখে পড়তে হয়েছে বাবা-মেয়েকে।

ছবিটিকে অশ্লীল বলেও মন্তব্য করেছেন অনেকে। রমজান মাসে এমন ছবি ঠিক হয়নি বলেও জানিয়েছেন আমিরের ভক্তরা। এমনকি সমস্ত সীমা লংঘন করে বিষয়টিকে যৌনতার দিকেও নিয়ে গিয়েছেন তারা।  

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুন ০১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।