ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৮, জুন ১, ২০১৮
পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমির স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদ খানের সঙ্গে আমির খান

পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন আমির খান। তাই যখনই নিজের ব্যস্ত শিডিউল থেকে ছুটি পান স্ত্রী সন্তানদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন বলিউডের এই অভিনেতা।

সম্প্রতি স্ত্রী কিরণ রাও ও ছেলে আজাদকে নিয়ে তামিল নাড়ুর কোনারে ঘুরতে গিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। তাদের সঙ্গে আরও আছেন আমিরের আগের ঘরের মেয়ে ইরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে ঘোরাঘুরির বেশ কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন আমির। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উপযাপন করছি মনসুরের ৬০তম। ’

ছবি: সংগৃহীতজানা গেছে- ‘কায়ামাত সে কায়ামাত তাক’ ছবির পরিচালক মনুসরের ৬০তম জন্মদিন উদযাপনের জন্য পরিবার নিয়ে সেখানে গিয়েছে আমির খান।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্থান’ ছবিতে কাজ করছেন আমির খান। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতেমা সানা শেখ।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, জুন ০১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।