ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

পরিণীতির জায়গায় ‘দঙ্গল’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, মে ২৬, ২০১৮
পরিণীতির জায়গায় ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতেমা সানা শেখ ও পরিণীতি চোপড়া

‘শটগান শাদী’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। কয়েকদিন আগে এমন খবর প্রকাশ হয়েছিলো ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে।

তবে এখন শোনা যাচ্ছে, ছবিটিতে পরিণীতি চোপড়ার জায়গায় অভিনয় করতে যাচ্ছেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী ফাতেমা সানা শেখ।

জানা গেছে, ছবিটির শুটিংয়ের সময়ের সঙ্গে পরী নিজের শিডিউল মেলাতে পারছেন না।

তাই এই পরিবর্তন আনা হয়েছে।

এ প্রসঙ্গে এক সূত্র বলছে, ‘হাসি তো ফাঁসি’র পর আবারও একসঙ্গে দেখা যেতো পরিণীতি-সিদ্ধার্থকে। তবে পরিণীতি এখন বেশ ব্যস্ত। আর এই শিডিউল জটিলতার কারণে সিদ্ধার্থের সঙ্গে তার কাজ করা হচ্ছে না। তাই নির্মাতারা তার পরিবর্তে ফাতেমাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যদিও ফাতেমা সানা শেখ এখনও ছবিটির সঙ্গে কাগজে-কলমে চুক্তিবদ্ধ হননি। কিন্তু সিদ্ধার্থ এরই মধ্যে ছবিটিতে অভিনয় জন্য প্রশিক্ষক রেখে নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন।

বাংলাদেশ সময়ঃ ১৬০০ ঘণ্টা, মে ২৬, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।