ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

তিনি সত্যিকারের অভিনেতা: অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩০, মে ২৬, ২০১৮
তিনি সত্যিকারের অভিনেতা: অমিতাভ বচ্চন বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে শ্বেতা বচ্চন

বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। যার ঘরে রয়েছে জয়া বচ্চন, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো আরও তিন অভিনেতা।

সম্প্রতি বাবা অমিতাভ বচ্চনের হাত ধরে অভিনয় জগতে পা দিয়েছেন শ্বেতা বচ্চন। একসঙ্গে জুটি বেঁধে কল্যানি জুয়েলারি ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন বাবা-মেয়ে।

মেয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, “আমরা দু’জন যখন শ্যুটের জন্য সেটে যাই। তখন আমি চিন্তা করেছিলাম শ্বেতা ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে তাকে কিছু উপদেশ দেবো। কিন্তু সে আমার উপদেশ ছাড়াই যেভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করলো তাতে আমি মুগ্ধ। ”

বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে শ্বেতা বচ্চনমেয়ের অভিনয়ের প্রশংসা করে অমিতাভ আরও বলেন, ‘আমি জানি সে (শ্বেতা বচ্চন) কখনও নিজের মুখে স্বীকার করবে না। কিন্তু তিনি সত্যিকার অর্থে ভালো একজন অভিনেতা। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ২৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।