ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

ছেলের জন্মদিনে শিল্পার সুগার ফ্রি পার্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৮, মে ২৬, ২০১৮
ছেলের জন্মদিনে শিল্পার সুগার ফ্রি পার্টি বাবা রাজকুন্দ্রা ও মা শিল্পা শেঠির সঙ্গে ভিয়ান রাজকুন্দ্রা

গত ২১ মে ছিলো বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ছেলে ভিয়ান রাজকুন্দ্রার ৬ষ্ঠ জন্মদিন। এ উপলক্ষে এক জমকালো পার্টির আয়োজন করেছিলেন শিল্পা-রাজকুন্দ্রা দম্পতি।

পার্টিতে মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে গিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, ছেলে আহিল শর্মাকে নিয়ে হাজির হয়েছিলেন সালমান খানের বোন অর্পিতা খান শর্মা। এছাড়া আরও দেখা গেছে, সঞ্জয় দত্তের যমজ সন্তান শেহরান ও ইকরাকে।

মজার বিষয় হলো- অনুষ্ঠানের সব খাবার ছিলো একদম সুগার ফ্রি (চিনি মুক্ত)।

ছবি: সংগৃহীতসম্প্রতি বিষয়টি নিশ্চিত করে শিল্পা বলেন, ‘এ বছর ভিয়ানের জন্মদিন পার্টি ছিলো একদম সুগার ফ্রি। লন্ডন থেকে ললিপপ নিয়ে আসা হয়েছিলো যা ছিলো তাজা ফল দিয়ে তৈরি। এতে কোনো ধরনের চিনি ব্যবহার করা হয়নি। এছাড়া মিষ্টি যেসকল খাবার ছিলো তাতে শুধু নারিকেলের চিনি ও মধু ব্যবহার করা হয়েছে। ’  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মে ২৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।