ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

রমজানের শুভেচ্ছা জানিয়ে বিতর্কিত হীনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৪, মে ২১, ২০১৮
রমজানের শুভেচ্ছা জানিয়ে বিতর্কিত হীনা হীনা খান

“সকলকে প্রথম সেহরির শুভেচ্ছা। রমজান মোবারক। জুম্মা মুবারাক।” গত ১৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনই এক টুইট করে সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন হীনা খান। আর এই শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়তে হলো ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’খ্যাত এই তারকাকে।

হীনার টুইটের নীচে একজন মন্তব্য করেছেন, “মহতারমা, মুম্বাইতে আজ প্রথম সেহরি নয়। বোকামির চক্করে আপনার একটি রোজা খোয়ালেন।

যাই হোক আপনাকেও রমজানের শুভেচ্ছা। ”

এর জবাবে হীনা বলেন, “মহতারমা, মুম্বাইতে প্রথম সেহরি এবং প্রথম রোজা আজ থেকেই শুরু হচ্ছে। আপনি নিজের বোকামির চক্করে সঠিক তথ্য জোগাড় না করেই অনেক কিছু বলে ফেললেন। জুম্মা মোবারক এবং দোআ’তে অবশ্যই আমাকে মনে রাখবেন। ”

এবারই প্রথম নয়, এর আগেও বহুবার নিন্দার শিকার হয়েছেন হীনা খান। কিন্তু বিতর্ক থেকে কিভাবে বের হয়ে আসতে হয় সেটি খুব ভালো করেই জানেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।