ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪২, মে ২১, ২০১৮
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়ঙ্কা চোপড়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন বাংলাদেশে। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের জন্য বাংলাদেশে এসেছেন তিনি।

সোমবার (২১ মে) সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ‘ফ্যাশন’ খ্যাত এই অভিনেত্রী।    

স্থিরচিত্রটির ক্যাপশনে তিনি লিখেন, বিশ্বের যত্ন প্রয়োজন।

আমাদের যত্ন নিতে হবে।

যুক্তরাজ্যে যুবরাজ প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাংলাদেশে সফরে এসেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ২১, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।