ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

কান চলচ্চিত্র উৎসবে সম্মান জানানো হবে শ্রীদেবীকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩২, মে ১৪, ২০১৮
কান চলচ্চিত্র উৎসবে সম্মান জানানো হবে শ্রীদেবীকে শ্রীদেবী

কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে সম্মাননা জানানো হবে বলিউড অভিনেত্রী শ্রীদেবী। ভারতীয় চলচ্চিত্রে অনবদ্য ভুমিকা রাখার জন্য তাকে এই সম্মান জানানো হবে। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, আগামী ১৬ মে শ্রীদেবীর সম্মানে লে ম্যাজেস্টিক বিচ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে ছবিতে প্রায়াত এই অভিনেত্রীর অবদান নিয়ে হবে আলোচনা করা হবে।

এছাড়া ফ্রেঞ্চ রিভিয়েরায় দেখানো হবে তার জীবনের সেরা কিছু পারফর্ম্যান্সের ভিডিও।

শ্রীদেবীজানা গেছে- অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর ও দুই মেয়ে জানভি কাপুর এবং খুশি কাপুর।

বিষয়টি নিশ্চিত করে বনি কাপুর জানান, ‘আমি খুব আনন্দিত যে বিশ্বের সব মানুষ শ্রীদেবীর কাজ দেখবে। ছবিতে তার কী অবদান আছে, তা জানবে। ’

গত ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।