ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

একসঙ্গে মমতাজ-মৌসুমী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২১, মে ৯, ২০১৮
একসঙ্গে মমতাজ-মৌসুমী মমতাজ ও মৌসুমী

সমাজের অবহেলিত অসহায় গরিব, বৃদ্ধ-বৃদ্ধা, অটিস্টিক শিশুদের নিয়ে নির্মিত একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী মমতাজ ও চিত্রনায়িকা মৌসুমীকে। এটি উপস্থাপনা করবেন মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া।

রমজান উপলক্ষে নির্মিত ৩০ পর্বের ধারাবাহিক এ অনুষ্ঠানটি নির্মাণ করছেন অনন্যা রুমা। চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত এ অনুষ্ঠানটি রোজার মাসজুড়ে এটিএন বাংলায় প্রতিদিন বিকাল ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে বলে জানা গেছে।

অনুষ্ঠান প্রসঙ্গে নির্মাতা অনন্যা রুমা বলেন, ‘এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি অনুষ্ঠান। রমজানের সঠিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি কিছু সামাজিক মেসেজও এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিতে পারবো। ’

অনুষ্ঠান নিয়ে আজ ৯ মে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে শিল্পী মমতাজ ও চিত্রনায়িকা মৌসুমীসহ অনেকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মে ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।