ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

‘ভাইজান এলো রে’র প্রথম ঝলক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৫, মে ৯, ২০১৮
‘ভাইজান এলো রে’র প্রথম ঝলক ‘ভাইজান এলো রে’ ছবির ফার্স্ট লুক

‘ভাইজান এলো রে’ ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাকিব খান! এমন তথ্য পুরানো! নতুন খবর হলো, বুধবার (৯ মে) সকালে প্রকাশ পেয়েছে ছবিটির ফার্স্ট লুক।

শাকিবের অফিসিয়াল ফেসবুক পেইজ ও এসকে মুভিজের ওয়ালে প্রকাশ করা হয়েছে ছবিটির ফার্স্ট লুক। যেখানে শাকিবকে দ্বৈত রূপে দেখা যাচ্ছে।

‘ভাইজান’ লেখা টাইটেলের দুই প্রান্তের দুই শাকিবের রূপ ভিন্ন। একজনকে দেখা যায় পালিয়ে যাচ্ছেন, এবং অন্যজনকে দেখা যায় বুক চিতিয়ে সামনের দিকে আসছেন!

রঙিন এই পোস্টার জুড়ে শাকিব ছাড়াও জনপ্রিয় দুই অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েলকে দেখা গেছে আলাদা স্টাইলে। প্রকাশের পরেই পোস্টারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয়েছে চর্চা।

‘ভাইজান এলো রে’ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ।

শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।

গত মার্চে কলকাতায় এই ছবির শুটিং শুরু হয়। এরপর টানা শুটিংয়ে লন্ডনে ‘ভাইজান’-এর শুটিং শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।