ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

চঞ্চল-নাদিয়ার ‘চম্পাকলি টকিজ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৮, মে ৬, ২০১৮
চঞ্চল-নাদিয়ার ‘চম্পাকলি টকিজ’ ‘চম্পাকলি টকিজ’ নাটকের দৃশ্য

একবার দুবার নয়, টানা তিনবার এসএসসি পরীক্ষায় ফেল করেছেন চঞ্চল চৌধুরী! তবে ঘটনাটি বাস্তবে নয়, ঘটেছে একটি ধারাবাহিক নাটকে।

যেখানে দেখা যাবে, তিনবার ফেল করেও তিনি দমে যাননি। পছন্দের মানুষ নাদিয়ার চাওয়া পূরণ করতে আবারও বসেছেন পরীক্ষার হলে।

এমন গল্প নিয়ে তৈরি হলো ধারাবাহিক নাটক ‘চম্পাকলি টকিজ’। এটি রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম।

‘চম্পাকলি টকিজ’ নাটকের দৃশ্যতিনি জানান, কাল্পনিক অভিরামপুর গ্রাম আর সিনেমাপ্রেমী কিছু মানুষের গল্প নিয়েই এগিয়েছে নাটকটির কাহিনি। পুরো শুটিং হয়েছে ঢাকার অদূরে পূবাইলে।

হিমু আকরাম বললেন, ‘আমার খুব পছন্দের ও চেনা গল্প এটি। এই গল্পে গ্রামের কিছু অদ্ভুত চরিত্র দেখা যাবে। যাদের জীবন সিনেমার মতোই রঙিন। ’

‘চম্পাকলি টকিজ’ নাটকের দৃশ্যএতে চঞ্চল চৌধুরী-নাদিয়া ছাড়াও অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু, প্রিয়া আমান, শাহনাজ খুশি, দিহান, ফারুক আহমেদ, আখম হাসান, হাসান মাসুদ প্রমুখ।

৭ মে থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৭টা ৩৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে ‘চম্পাকলি টকিজ’।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।