ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

ব্যান্ডপ্রেমীদের মাতালো ‘শূন্যে’র উন্মাতাল পরিবেশনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, মে ৩, ২০১৮
ব্যান্ডপ্রেমীদের মাতালো ‘শূন্যে’র উন্মাতাল পরিবেশনা সঙ্গীত পরিবেশন করছে ব্যান্ড 'শূন্য'।

ঢাকা: ব্যান্ডপ্রেমী শত শত দর্শককে এক মনোমুগ্ধকর সঙ্গীতায়োজন উপহার দিলো বর্তমান সময়ের আলোচিত ব্যান্ড ‘শূন্য’।  

বৃহস্পতিবার (৩ মে) দুপুর ২টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে ‘লাইভ চ্যাপ্টার ওয়ান’ শীর্ষক কনসার্টটি স্কাইট্র্যাকার সৌজন্যে আয়োজন করে বামবা (বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন)।

কনসার্টের শুরুতেই পারফর্ম করে জনপ্রিয় ব্যান্ড শূন্য।

‘শত আশা’, ‘চলো আজ হারিয়ে যাই গোধূলির ওপারে’ এবং ‘শোনো মহাজন’সহ জনপ্রিয় কয়েকটি গান পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন শূন্যের লিড ভোকালিস্ট এমিল ও ব্যান্ডের বাকি সদস্যরা।

এ কনসার্টে শূন্যের পর ধারাবাহিকভাবে পারফর্ম করবে আরও ১১টি জনপ্রিয় ব্যান্ড।

ব্যান্ড প্রেমীদের জন্য দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো নিয়ে সিরিজ কনসার্ট আয়োজনের পরিকল্পনা নিয়েছে বামবা। স্কাইট্র্যাকার সৌজন্যে এই কনসার্টের টিভি পার্টনার মাছরাঙা টেলিভিশন, প্রিন্ট মিডিয়া পার্টনার কালের কণ্ঠ, অনলাইন পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম, রেডিও পার্টনার এবিসি রেডিও, ডিজিটাল পার্টনার আইফ্লিক্স, সোশ্যাল মিডিয়া পার্টনার বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যানস্ কমিউনিটি (বিবিএমএফসি) এবং পিআর পার্টনার কনসিটো পিআর।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।