ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

‘সঞ্জু’র পোস্টারে রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৩, এপ্রিল ৩০, ২০১৮
‘সঞ্জু’র পোস্টারে রণবীর 'সঞ্জু'র পোস্টার

বলিউড তারকা সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’র টিজারেই মাত করেছেন রণবীর কাপুর। পুরোপুরি সঞ্জয় দত্তের মতো লুক নিয়ে হাজির হয়ে সবাইকে অবাক করেছেন ‘বরফি’ খ্যাত এই অভিনেতা। এক সপ্তাহে টিজারটি চার কোটি ১৬ লাখেরও বেশি দেখা হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) প্রকাশ পেলো ছবিটির প্রথম পোস্টার। এতে কাঁচা-পাকা দাড়িতে ভিন্ন রকম লুকে হাজির হয়েছেন রণবীর কাপুর।

টুইটারে পোস্টারটি শেয়ার করেছেন ছবিটির পরিচালক রাজকুমার হিরানী। ক্যাপশনে তিনি লিখেন, ‘রণবীর এখানে সঞ্জু। ২০১৬ সালে যখন তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। পুরো গল্প দেখতে পাবেন জুনের ২৯ তারিখ। ’

বিধু বিনোদ চোপড়া প্রযোজিত ছবিটির ট্যাগলাইনে দেওয়া হয়েছে, ‘একজন মানুষ, অসংখ্য জীবন। ’

ছবিটিতে সঞ্জয় দত্তের জীবনের উত্থান-পতন সবকিছুই তুলে ধরা হয়েছে। জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির দুই দিন আগে মায়ের মৃত্যুর শোক এবং বাবার সঙ্গে সম্পর্ক; তার সবকিছুই থাকছে ছবিটিতে। তার কারাবাসের নানা ঘটনাও ছবিটিতে ওঠে আসবে।

রণবীর ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন মনীষা কৈরালা, পরেশ রাওয়াল, দিয়া মির্জা ও আনুশকা শর্মা।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।