ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

এক ফ্রেমে অমৃতা-ডিম্পল-সারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২২, এপ্রিল ২১, ২০১৮
এক ফ্রেমে অমৃতা-ডিম্পল-সারা মা অমৃতা সিং ও অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার সঙ্গে সারা

অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখার কথা ছিলো সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের। কিন্তু পরিচালকের সঙ্গে প্রযোজকের ঝামেলা হওয়ায় সেটি আর হচ্ছে না।

রোহিত শেঠি পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত ‘সিমবা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সাইফকন্যা। এই ছবির মধ্য দিয়েই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখবেন সারা।

এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রণবীর সিংকে।

মা অমৃতা সিংয়ের সঙ্গে সারা আলি খানসম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সারার কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন ভারতের জনপ্রিয় ডিজাইনার জুটি আবু জনি ও সন্দীপ কসলা। যেখানে দেখা যাচ্ছে- মা অমৃতা সিং ও অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন সারা।

এসময় তিনজনই পরেছিলেন আবু জনি ও সন্দীপ কসলার ডিজাইন করা পোশাক।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।