ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

মুখোমুখি রজনীকান্তের ‘কালা’, সালমানের ‘রেস থ্রি’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, এপ্রিল ১৪, ২০১৮
মুখোমুখি রজনীকান্তের ‘কালা’, সালমানের ‘রেস থ্রি’! রজনীকান্ত ও সালমান খান

বলিউডে সংঘর্ষ এখন আর নতুন কিছু নয়। প্রায় সময় তারকাদের বক্স অফিসে মুখোমুখি সংঘর্ষ করতে হয়।

এরই ধারাবাহিকতায় এবার বক্স অফিসে মুখোমুখি সংঘর্ষ করতে যাচ্ছে জনপ্রিয় দুই সুপারস্টার রজনীকান্ত ও সালমান খান।

ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ১৫ জুন মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘রেস থ্রি’।

শোনা যাচ্ছে- একই দিন মুক্তি দেওয়া হবে রজনীকান্তের ‘কালা’।

আগামী ২৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিলো ‘কালা’ ছবিটির। কিন্তু দক্ষিণ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অবরোধ চলার কারণে সেটি পিছিয়ে ১৫ জুন করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি রজনীকান্ত-সালমানের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।