ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

সানি-মাধুরীর নববর্ষের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৬, এপ্রিল ১৩, ২০১৮
সানি-মাধুরীর নববর্ষের শুভেচ্ছা মাধুরী দীক্ষিত ও সানি দেওল

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় বর্ণিল উত্সবের আমেজে। একই সময়ে ভারতের পাঞ্জাব, তামিলনাড়ু, কেরালা এবং আসামেও বর্ষবরণ উৎসব পালিত হয়।

পাঞ্জাব, তামিলনাড়ু, কেরালা ও আসামে এই উত্সবের নাম যথাক্রমে বৈশাখী, পাথান্ডু, বিষু ও বিহু। এ উপলক্ষে ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অভিনেতা সানি দেওল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাল রঙা শাড়ি পরা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন মাধুরী। এর ক্যাপশনে তিনি লিখেছেন, আপনাদের সকলকে বৈশাখের শুভেচ্ছা ও শুভকামনা।

বলিউড অভিনেতা সানি দেওল ইনস্টাগ্রামে ধানের স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, সবাইকে বৈশাখের শুভেচ্ছা।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।