ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

সাবেক স্বামীর সঙ্গে অভিসারে কারিশমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৮, মার্চ ২৩, ২০১৮
সাবেক স্বামীর সঙ্গে অভিসারে কারিশমা ছবি: সংগৃহীত

বিচ্ছেদের কয়েক বছর কেটে গেলেও বলিউড তারকা কারিশমা ও তার সাবেক স্বামী সঞ্জয় কাপুরের মধ্যে সম্পর্কটি বেশ ভালোই রয়েছে। তাইতো সন্তানদের নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পরলেন প্রাক্তন এই দম্পতি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কারিশমার শেয়ার করা বরফে ঢাকা পাহাড়ের উপর তোলা ছবিতে এমনটাই প্রমাণ পাওয়া যাচ্ছে। সঞ্জয়ও সন্তানদের সঙ্গে স্কিইং-এর সময় তোলা কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন।

কিন্তু দু’জনের একসঙ্গে তোলা কোনো ছবি দেখা যায়নি।

সামাইরা ও কিয়ানের সঙ্গে তোলা ছবির ক্যাপশনে সঞ্জয় লিখেছেন, ‘সন্তানদের সঙ্গে স্কিইং করে ছুটি কাটাচ্ছি। এই বয়সেও আমি তাদের অভিজ্ঞতা থেকে আরও শিখতে চাই। প্রতিটি মুহূর্ত দারুণ কাটছে। ’

১১ ও ১২ মার্চ কারিশমা ও সঞ্জয় একসঙ্গে যথাক্রমে সামাইরা এবং কিয়ানের জন্মদিন পালন করেছেন।

টানা ১১ বছর কারিশমা কাপুর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে ভালোভাবেই সংসার করেছেন। কিন্তু ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া স্বচ্ছদেবের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সঞ্জয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।