ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

শ্যুটিংয়ে নেপালে তারকারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, মার্চ ২১, ২০১৮
শ্যুটিংয়ে নেপালে তারকারা জোভান, সারিকা, তানভীর ও তানজিন তিশা

নেপালে গিয়েছেন এক ঝাঁক তারকা। যেখানে তারা ৮ থেকে ১০টি নাটকের শ্যুটিংয়ে অংশ নেবেন।

বুধবার (২১ মার্চ) বিকেল ৩টায় সারিকা, জোভান, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, তানভীরসহ ২৩ জনের একটি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন।

বিমানে উঠার আগে তানভির বাংলানিউজকে বলেন, প্রায় ১০টি নাটকের শ্যুটিংয়ে নেপাল যাচ্ছি।

নাটকগুলো ঈদের জন্য তৈরি হচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা দেশে ফিরবো।

‘বাঁধন ড্রিম ভিশন’-এর প্রযোজনায় নাটকগুলো নির্মাণ করছেন দীপু হাজরা, আসাদুজ্জামান আসাদ ও আমিনুল ইসলাম। রচনা করেছেন মাসুম শাহরিয়ার, আহসান আলমগীর, অরণ্য পাশা, ডি.এম রুম্মান, রূপান্তর, প্রিন্স এ আর, জুয়েল কবির, পারভেজ ইমামসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।