ঢাকা, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

যৌন হয়রানির শিকারদের জন্য এমার ১ মিলিয়ন পাউন্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৭, ফেব্রুয়ারি ২০, ২০১৮
যৌন হয়রানির শিকারদের জন্য এমার ১ মিলিয়ন পাউন্ড এমা ওয়াটসন

নতুন একটি তহবিলে ১ মিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। যৌন নির্যাতনের শিকারদের সাহায্য করার জন্য এই তহবিলটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

এমার সঙ্গে ‘গো ফান্ড মি’ নামের সাইটে তহবিলে দানকারীদের তালিকায় রয়েছেন অভিনেতা টম হিডেলস্টোন ও অভিনেত্রী কিরা নাইটলির মতো তারকা। তারা প্রত্যেকে ১০ হাজার পাউন্ডস করে অনুদান দিয়েছেন।

হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে হারমিওন গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পান এমা ওয়াটসন।

‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’খ্যাত অভিনেত্রী এমা প্রথম তারকা। যিনি হলিউডের প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন।

বাংলাদেশ সময়ঃ ০৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।