ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

ইমরানের বাবা আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৯, সেপ্টেম্বর ১২, ২০১৭
ইমরানের বাবা আর নেই মা ও বাবার সঙ্গে ইমরান

এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের বাবা মো. মোজাম্মেল হক আর বেঁচে নেই (ইন্নালিল্লাহ…রাজিউন)। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার পর ঢাকায় নিজের বাসায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে মোজাম্মেল হকের বয়স হয়েছিলো ৬০ বছর (আনুমানিক)।

ইমরানের সঙ্গে ফোনালাপে জানা গেছে, হৃদরোগে ভুগছিলেন তার বাবা। কিন্তু সেটি গুরুতর ছিলো না।

সকালে নিজে বেরিয়েছিলেন গাড়ি নিয়ে, এসি ঠিক করিয়ে বাসায় ফিরেছিলেন। বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছিলো। কিন্তু দুপুর ১টার পরপর তার আকস্মিকভাবে মৃত্যু হয়।  

মোজাম্মেল হক ছেলে ইমরানসহ পরিবারের সদস্যদের নিয়ে বেইলি রোডের বাসায় থাকতেন। শোকে কাতর ইমরান তার বাবার আত্মার শান্তির জন্য ভক্ত ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মোজাম্মেল হক স্ত্রী, সন্তান, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।