ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

বিনোদন

‘১২ বছর ধরে কাজ করছি, আপনি কী করেছেন?’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৫, সেপ্টেম্বর ১২, ২০১৭
‘১২ বছর ধরে কাজ করছি, আপনি কী করেছেন?’ প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: সংগৃহীত)

বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু অভিনয় নয়, পাশাপাশি পরিচালনা, প্রযোজনা ও ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি।

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ক’দিন আগে জর্ডানে যান পিসি। সেখানে যুদ্ধ বিধ্বস্ত শিশুদের নিয়ে কাজ করছেন বলিউডের এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ওই শিশুদের সঙ্গে কাটানো মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন দেশিগার্ল। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা চোপড়ার শেয়ার করা স্থিরচিত্রসামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রিয়াঙ্কার ফলোয়ার রবীন্দ্র গৌতম লিখেছেন, ‘আমি প্রিয়াঙ্কা চোপড়াকে অনুরোধ করবো ভারতের গ্রামাঞ্চলে গিয়ে খাবারের অপেক্ষায় থাকা শিশুদের সঙ্গে দেখা করতে। ’

এর উত্তরে কিছুটা ক্ষোভ প্রকাশ করে প্রিয়াঙ্কা টুইটারে লিখেছেন, ‘আমি ইউনিসেফ ইন্ডিয়ার হয়ে গত ১২ বছর ধরে কাজ করেছি এবং বহু জায়গায় গিয়েছি। আপনি কী করেছেন?

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।