ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

দেড় বছর কোনো গান-বাজনা নয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৭, আগস্ট ১০, ২০১৭
দেড় বছর কোনো গান-বাজনা নয় প্রীতম চক্রবর্তী (ছবি: সংগৃহীত)

বিরামহীন গান। দিনভর স্টুডিওর সাউন্ডপ্রুফ ঘরে বসে সুর তোলা। গিটারের গুনগুন। নাওয়া-খাওয়া ভুলে শুধুই সাতসুরের সাধনা। এভাবেই কেটেছে বলিউডের সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তীর সাম্প্রতিক বছরগুলো। ফলে সময়ই দিতে পারেননি নিজের পরিবারকে।

কিভাবে বয়ে গেলো সময়। বড় হয়ে উঠেছে ছেলেরা।

সেদিকে কোনো খেয়ালই রাখতে পারেননি প্রীতম। তাই দেড় বছরের জন্য গান থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রীতম জানিয়েছেন, ‘জাগ্গা জাসুস’ ও ‘জব হ্যারি মেট সেজাল’ মুক্তির পর টানা দেড় বছর আর কোনও নতুন কাজে হাত দেবেন না তিনি। বলিউডের ঝাঁ-চকচকে জীবন থেকে দূরে, একেবারে নিজের মতো করে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। বলিউডের ঘোড়দৌড় থেকে আলাদা হয়ে নিজের ব্যক্তিগত সম্পর্ক আর বন্ধনকে আরেকটু ঝালিয়ে নিতে চান এই সুরস্রষ্টা।

১৯৭১ সালের ১৭ জুন জন্মগ্রহণ করেন প্রীতম চক্রবর্তী। এখন পর্যন্ত বলিউডের ১০০টির বেশি ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে তার ঝুলিতে এসেছে ফিল্মফেয়ার, আইফা, জি সিনে অ্যাওয়ার্ড, স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসের মতো পুরস্কার।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।