অনেকদিন ধরেই শোবিজ থেকে আড়ালে রয়েছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। তবে মাস কয়েক আগে পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় থানায় জিডি হলে প্রকাশ্যে আসেন পপি।
বুধবার (১০ সেপ্টেম্বর) এই অভিনেত্রীর জন্মদিন। এ প্রসঙ্গে পপি বলেন, যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসত, ভক্তরা ফোন দিতেন, কেউ কেউ বাসায় কেক-ফুল পাঠাতেন। কখনও শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। পপি ফ্যান ক্লাবগুলোও দেশজুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে।
জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে আসা পপি বলেন, পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয়, তবে নিজের ভিত্তি শক্ত না করে সবার জন্য সবকিছু বিলিয়ে দেওয়া উচিত নয়। কারণ পরে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। একসময় ভেবেছিলাম সবাই আমার। পরে দেখলাম কেউই আর আমার নেই। সেই কঠিন সময়ে আমার ইন্ডাস্ট্রির মানুষ আর স্বামী আদনান পাশে ছিল। তার সমর্থনেই পথচলা সহজ হয়েছে।
পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ আবার শুরু হবে বলে শোনা যাচ্ছে। তবে তিনি অভিনয়ে ফিরবেন কিনা, তা এখনও নিশ্চিত নন। এই অভিনেত্রীর ভাষ্য, এখন কিছু বলা সম্ভব নয়। আপাতত অভিনয় করছি না, সংসার নিয়েই ব্যস্ত আছি।
সবশেষ ২০১৯ সালে মুক্তি পায় পপি অভিনীত সিনেমা ছিল ‘দ্য ডিরেক্টর’। এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’।
বলে রাখা যায়, মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন তিনি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে রাখলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
এনএটি