স্ত্রীর পর এবার স্বামী। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা অভিষেক বচ্চন।
যে কোনও ওয়েবসাইট বা যে কোনও মঞ্চ যেন তার ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে, এই আর্জি জানিয়েছেন অভিষেক। তার ছবি যেখানে-সেখানে ব্যবহৃত হয়েছে। অনেক সময়ে ছবি ও ভিডিও যৌনতা সংক্রান্ত বিষয়েও ব্যবহার করা হয়, যে কারণে বিরক্ত এই অভিনেতা। তাই নিজের ভাবমূর্তি রক্ষায় পদক্ষেপ নিলেন তিনি।
দিল্লি হাইকোর্টের বিচারপতি তেজস করিয়ার কাছে এই আবেদন করেছেন অভিষেক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এর শুনানি।
অভিষেকের আইনজীবী প্রবীণ আনন্দ অভিযোগ করেছেন, অভিষেকের ছবি, ভিডিও, এমনকি স্বাক্ষর পর্যন্ত অবৈধ ভাবে ব্যবহার করা হচ্ছে। যার ফলে অভিষেকের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এমনকি মৌলিক অধিকারও লঙ্ঘন হচ্ছে।
বেশ কয়েকটি ওয়েবসাইটের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন অভিষেক। অভিনেতার মুখ ব্যবহার করে তারা বেশ কিছু পণ্য বিক্রি করছে বলে দাবি।
এর আগে ঐশ্বরিয়াও প্রায় একই অভিযোগ এনেছেন। অনলাইনে তার ছবি ব্যবহার করে, কখনও বিকৃত করে বিভিন্ন দুষ্কর্মে ব্যবহার করা হচ্ছে বলে দাবি সাবেক এ বিশ্ব সুন্দরীর। আদালতে তার বক্তব্য শুনেছেন বিচারপতি তেজস করিয়া। অভিযোগের গুরুত্ব বুঝে এই ধরনের ঘটনা পুণরায় যাতে না ঘটে, তা নিশ্চিত করতে অভিনেত্রীকে আশ্বাস দিয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন।
এনএটি