ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

অবশেষে ‘ডুব’র ছাড়, নভেম্বরে মুক্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৩, আগস্ট ৯, ২০১৭
অবশেষে ‘ডুব’র ছাড়, নভেম্বরে মুক্তি ‘ডুব’ ছবির পোস্টার

অবশেষে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে আলোচিত ছবি ‘ডুব’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবিটি আগামী নভেম্বরে মুক্তি দেওয়া হবে।

ডুব’-এর ছাড়পত্র পেয়ে খুশি মোস্তফা সরয়ার ফারুকী। ৯ আগস্ট সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘আমরা যেভাবে উপস্থাপন করতে চেয়েছি, সেভাবেই দর্শকের সামনে আসবে ছবিটি।

এখন শুধু মুক্তির অপেক্ষা। ’

এদিকে ফারুকী আরও জানান, ছাড়পত্র প্রাপ্তির পরপরই ‘ডুব’-এর একমাত্র গানটি মুক্তি দেওয়া হবে। দু’ একদিনের মধ্যে চিরকুটের গাওয়া ‘আহা জীবন’-এর লিরিক ভিডিও উন্মুক্ত করবেন তারা।

যৌথ প্রযোজনার ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সূত্রে জানা গেছে, নভেম্বরে ‘ডুব’ মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।    

জানা গেছে, বাংলাদেশের পাশাপাশি ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে একযোগে ছবিটি মুক্তি দেওয়া হবে।

জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ‘ডুব’ ছবিটি ভারত থেকে প্রযোজনা করছে এসকে মুভিজ ও ইরফান খান। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। অচিরেই আসবে টিজার ও ট্রেলার। ছবিটিতে ইরফানের সঙ্গে আছেন নুসরাত ইমরোজ তিশা, পর্নো মিত্র প্রমুখ।

দেশের নানা বিতর্ককে পাশ কাটিয়ে ‘ডুব’এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। পেয়েছে পুরস্কারও।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এসও/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।