ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

নবাব আউট, ভাইজান ইন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৭, আগস্ট ৮, ২০১৭
নবাব আউট, ভাইজান ইন সালমান খান ও সাইফ আলি খান (ছবি: সংগৃহীত)

বলিউডের ইঁদুর দৌঁড়ে সাইফ আলি খানকে অনেকটাই এগিয়ে দিয়েছিলো ‘রেস’। ছবিতে অভিনয়ের সুবাদে নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠিত করেছিলেন বলিউডের নবাব। কিন্তু এবার তার সেই সাম্রাজ্যে ভাগ বসাতে যাচ্ছেন সালমান খান। শোনা যাচ্ছে, ‘রেস’ ছবির তৃতীয় কিস্তি ‘রেস থ্রি’তে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের ভাইজান।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেস’ ছবির জাদু জয় করে নিয়েছিলো দর্শকদের মন। কিন্তু সেই জাদু ফিকে হয়ে যায় ছবির পরবর্তী সংস্করণে।

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘রেস ২’। এরপরই নাকি নতুন অভিনেতার দিকে ঝুকতে শুরু করেন প্রযোজকরা।

চমকপ্রদ ব্যাপার হলো- প্রথম থেকেই প্রধান চরিত্রের জন্য প্রযোজক রমেশ তুরানির পছন্দের তালিকায় ছিলেন সালমান। প্রায় চার বছর ধরে তিনি চেষ্টা করছিলেন বলিউডের এই ‘রেস’-এ ভাইজানকে শামিল করার। অবশেষে নাকি মিলেছে সল্লুর সম্মতি। তবে তার একটি শর্ত রয়েছে। ছবির পরিচালক হিসেবে নিজের পছন্দের পরিচালক রেমো ডি’সুজাকে চান সালমান। একমাত্র এই শর্তেই সাইফের স্থান দখল করবেন তিনি।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শেষভাগের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। এতে তার সহশিল্পী প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এছাড়া রেমো ডি’সুজা পরিচালিত ‘ড্যান্সিং ড্যাড’ ছবিতেও দেখা যাবে সালমানকে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।