ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

সন্তানদের প্রকাশ্যে আনলেন করণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২০, আগস্ট ৮, ২০১৭
সন্তানদের প্রকাশ্যে আনলেন করণ ছবি: সংগৃহীত

এ বছরের ফেব্রুয়ারি মাসে সারোগেসি পদ্ধতিতে (গর্ভ ভাড়া করে) যমজ সন্তানের বাবা হয়েছেন করণ জোহর। যাদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। তাদের নাম রাখা হয়েছে যশ ও রুহি। সন্তানদের জন্মের পর তাদের কোন ছবি প্রকাশ করেননি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই প্রযোজক। অবেশেষে, সোমবার (৭ আগস্ট) তাদের ছবি প্রকাশ করলেন করণ।

সোমবার (৭ আগস্ট) ছিলো রাখি বন্ধন। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করণ একটি স্থিরচিত্র শেয়ার করেছেন।

যেখানে দেখা যাচ্ছে, করণের মা হিরু জোহর যশ ও রুহিকে কোলে নিয়ে আছেন। এর ক্যাপশনে ৪৫ বছর বয়সী এই প্রযোজক লিখেছেন, ‘আমার জীবনের ভালোবাসাগুলো। আমার মা ও আমার সন্তানেরা। ’

এর আগে দুই ভাই-বোনের হাত ধরাধরি করে থাকা একটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন করণ।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।