ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

চীনা ছবিতে পরীমনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, আগস্ট ৫, ২০১৭
চীনা ছবিতে পরীমনি পরীমনি (ছবি: সংগৃহীত)

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বাংলাদেশি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয়ের পর এবার চাইনিজ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি। ‘চেজিং মার্ডার’ নামে একটি চীনা ছবিতে দেখা যাবে পরীকে।

‘চেজিং মার্ডার’ পরিচালনা করবেন হুজিয়াহুই এবং ডেনিপ্যাং। এটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন চীনের হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেড।

ছবিতে একজন আন্তর্জাতিক পুলিশ সদস্য চরিত্রে অভিনয় করবেন পরীমনি।

ছবিতে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে পরীমনি বলেন, ‘আগামী মাসে চীনে আনুষ্ঠানিকভাবে ছবির চুক্তিপত্র স্বাক্ষর হয়েই দৃশ্যধারণ শুরু হবে। এ ছবিতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। তাছাড়া বাংলাদেশের অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে যাচ্ছি, এটি ভাবতেই বেশ ভালো লাগছে। ’

ছবিতে পরীর পাশাপাশি আরও দেখা যাবে চীন ও হংকংয়ের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।