ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

একফ্রেমে বচ্চনদের তিন প্রজন্মের নারীরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫১, আগস্ট ৫, ২০১৭
একফ্রেমে বচ্চনদের তিন প্রজন্মের নারীরা ছবি: সংগৃহীত

বলিউডের প্রথম সারির পরিবার বলা হয়ে থাকে তাদের। কয়েক দশক ধরে যারা সপরিবারে রাজত্ব করে আসছেন রূপালি পর্দায়, তাদের মধ্যে অন্যতম বচ্চন পরিবার। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন; এ পরিবারের কাকে ছেড়ে কার কথা বলবো! এককথায় এই পরিবার নক্ষত্রপুঞ্জ।

দুই প্রজন্ম পেরিয়ে যার হাতে এখন বচ্চন পরিবারের মশাল, তিনি হলেন শ্বেতা বচ্চনের মেয়ে নভ্য নাভেলি নন্দা। এখনও বলিউডে পা না রাখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচিত এই তরুণী।

কখনও শাহরুখ খানের ছেলে আরিয়ানের সঙ্গে সম্পর্ক, কখনও আবেদনময়ী পোশাকের সুবাদে খবরের শিরোনামে এসেছেন তিনি।

এখন শোনা যাচ্ছে, শিগগিরই বলিউডের ছবিতে দেখা যাবে নভ্যকে। তার আগেই একফ্রেমে পাওয়া গেলো বচ্চন পরিবারের তিন প্রজন্মকে। ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর প্রচ্ছদকন্যা হয়েছেন জয়া বচ্চন, শ্বেতা বচ্চন ও নভ্য নাভেলি নন্দা।

ম্যাগাজিনটির আগস্ট মাসের প্রচ্ছদের জন্য একসঙ্গে দাঁড়িয়েছেন বচ্চনদের তিন প্রজন্মের নারীরা। যথারীতি নিজেদের স্টাইলে মাতিয়েছেন জয়া, শ্বেতা ও নভ্য। তাদের এই ফটোশুট নিয়ে গর্বিত অমিতাভ বচ্চন। টুইটারে সেই ছবি শেয়ারও করেছেন বিগ বি।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।