ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

হাসপাতালে জ্যাকলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১৪, আগস্ট ৫, ২০১৭
হাসপাতালে জ্যাকলিন জ্যাকলিন ফার্নান্দেজ (ছবি: সংগৃহীত)

আসন্ন ছবি ‘অ্যা জেন্টেলম্যান’-এর তৃতীয় গান ‘চন্দ্রলেখা’র উদ্বোধনী নিয়ে ব্যস্ত ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ ও সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু সেটি আর যাওয়া হলো না জ্যাকলিনের। কেননা পেটে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

‘কিক’খ্যাত এই তারকার একটি ঘণিষ্ঠসূত্র জানান, ‘চন্দ্রলেখা’ গানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে যেতে পারেননি জ্যাকলিন। পেটে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

এজন্য কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমনকি কোন অ্যাকশন দৃশ্যেও কাজ করতে পারবেন না বলিউডের এই অভিনেত্রী।

এর আগে ‘জড়ুয়া টু’ ছবির দৃশ্যধারণ করতে গিয়ে গুরুত্বর চোট পেয়েছিলেন শ্রীলঙ্কান এই সুন্দরী।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।