ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

ঝগড়া ভুলে সুনীলকে জন্মদিনের শুভেচ্ছা কপিলের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, আগস্ট ৪, ২০১৭
ঝগড়া ভুলে সুনীলকে জন্মদিনের শুভেচ্ছা কপিলের সুনীল গ্রোভার ও কপিল শর্মা (ছবি: সংগৃহীত)

একসঙ্গে কাজ করতে ঝগড়া হতেই পারে, কিন্তু তাই বলে বন্ধুত্বকে ভুলে যাননি ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। বৃহস্পতিবার (৩ আগস্ট) ছিলো আরেক কমেডিয়ান সুনীল গ্রোভারের জন্মদিন। এদিন অতীতের সব তিক্ততা ভুলে সুনীলকে শুভেচ্ছা জানিয়েছেন কপিল।

বন্ধু সুনীলকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কপিল লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা সুনীল…ঈশ্বর তোমার মঙ্গল করুন। পৃথিবীর সব সুখ যেন তোমার হয়।

সবসময়ের জন্য অনেক ভালোবাসা। ’

বেশ কিছুদিন ধরেই অসুস্থ কপিল শর্মা। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কপিলের সুস্থতা কামনা করেন সুনীল।

সম্প্রতি কপিলের দুর্ব্যবহারের কারণে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলের ‘কপিল শর্মা শো’ অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন সুনীল গ্রোভার। এরপর থেকেই তাদের মধ্যে দূরত্ব চলছিল। তবে কপিলের শুভেচ্ছার কোনও উত্তর দেননি সুনীল।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।