ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

অভিনয়ে আরফিন রুমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০১, আগস্ট ৩, ২০১৭
অভিনয়ে আরফিন রুমি আরফিন রুমি- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে ভক্তদের কাছে বেশি পরিচিত আরফিন রুমি। গানের পাশাপাশি মাঝে মাঝে মিউজিক ভিডিওতে অভিনয়ও করেন তিনি। তবে চমকপ্রদ তথ্য হলো- এবার রূপালি পর্দায় দেখা যাবে তাকে। নিজের গাওয়া গানের সঙ্গে অভিনয় করবেন তিনি।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির একটি গানে অভিনয় করার জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আরফিন রুমি। ‘পাপী তাপী মন/কান্দে সারাক্ষণ’ শিরোনামের এ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনও তিনি নিজেই করেছেন।

গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বাংলানিউজকে বলেন, ‘আমার ছবিতে গল্পের প্রয়োজনে একটি কনসার্টের দৃশ্য করতে হচ্ছে। যেখানে পহেলা বৈশাখের কনসার্টে একজন গায়ককে গান গাইতে দেখা যাবে। এ দৃশ্যের জন্য আমার মনে হয়েছে রুমিই পারফেক্ট। ’

পরিচালক আরও জানান, রমজান মাসে এ দৃশ্যের কাজ শুরু হলেও বৈরি আবহাওয়ার কারণে তা এখনও শেষ করতে পারেননি। শিগগিরই দৃশ্যধারণের কাজ শেষ হবে বলেও জানান তিনি।

‘জান্নাত’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি ও সাইমন সাদিক। এছাড়া তাদের পাশাপাশি আরও রয়েছেন আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খানসহ প্রমুখ। এটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া। এর কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।