ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

কি হয়েছিলো রণবীর-আনুশকার প্রথম দেখাতে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৩, আগস্ট ৩, ২০১৭
কি হয়েছিলো রণবীর-আনুশকার প্রথম দেখাতে? ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির দৃশ্যে রণবীর সিং ও আনুশকা শর্মা

আদিত্য চোপড়া প্রযোজিত ‘রাব নে বানাদি জোড়ি’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন আনুশকা শর্মা। এতে তার সহশিল্পী ছিলেন সুপারস্টার শাহরুখ খান। পরবর্তীতে একই প্রযোজকের ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যায় আনুশকাকে।

এখানেই শেষ নয়, ছবির কাজ করতে গিয়ে একে অপরের প্রেমেও পড়ে যান রণবীর-আনুশকা। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন এই জুটি।

জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘লেডিস ভার্সেস রিকি ভেল’ ও ‘দিল ধাড়াকনে দো’ ছবিতে। কিন্তু তাদের প্রেম এখন অতীত। কয়েক বছর আগেই ভেঙে গেছে সে সম্পর্ক।

কি হয়েছিলো রণবীর-আনুশকার প্রথম দেখাতে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় বলিউডের এই অভিনেত্রীকে। যার উত্তরে ‘পিকে’খ্যাত এই তারকা জানান, ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির অডিশনের সময় রণবীরের সঙ্গে আমার প্রথম দেখা। ছবির দলের সদস্যরা তাকে ডেকেছিলো আমার সঙ্গে একটি দৃশ্যে অভিনয়ের জন্য। কিন্তু সেসময় ও এতোটাই বেশি অস্থির ছিলো যা দেখে খুব হাসি পাচ্ছিলো। প্রথম দেখাতে আমাদের মধ্যে এর থেকে বেশি কিছুই হয়নি। ’  

ইমতিয়াজ আলি পরিচালিত ‘জাব হ্যারি মেট সেজাল’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত আনুশকা শর্মা। এতে তার সহশিল্পী কিং খান। এ নিয়ে তৃতীয়বার জুটিবদ্ধ হলেন তারা। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি।    

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।